ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরো চারজন।

রোববার (৪ এপ্রিল) সকালে উপজেলার পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- কুমিল্লার চাঁনপুর এলাকার ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০), মকবুল হোসেনের ছেলে মতিন মিয়া (৬৫) ও ফোরন মিয়ার ছেলে আবদুল কাদের (৭০)।

নিহতদের স্বজনরা জানান, কুমিল্লা শহরের চাঁনপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যোগে সাতজন গোমতী নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। অটোরিকশাটি পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে যাওয়ার পর ময়নামতির দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকা নেওয়ার পর আরো একজন মারা যান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বাংলানিউজকে জানান, পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।