ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

এমপি আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
এমপি আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: ঢাকা-১০ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (৪ এপ্রিল) দুপুরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এমপি আসলামুল হক আসলামের মৃত্যুর খবর আসে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।