ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়াঘাটে গণপরিবহনের চাপ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
পাটুরিয়াঘাটে গণপরিবহনের চাপ 

মানিকগঞ্জ: দ্বিতীয় ধাপে সারাদেশে লকডাউন ঘোষণা করার পর  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসতে শুরু করেছে পাটুরিয়া ঘাট পয়েন্টের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হয় যাত্রীবাহী পরিবহনের সারি।

 

রোববার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী পরিবহন ও বেশ কিছু সাধারণ পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।  

সকালে ছোট গাড়ির (প্রাইভেটকার) চাপ থাকলেও দুপুরের দিকে তা কমে যায়। তবে দুপুর থেকে গণপরিবহনের চাপ বাড়তে থাকে বিকেলে তা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন, নৌপথ পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে প্রায় শতাধিক যাত্রীবাহী পরিবহন ও সাধারণ পণ্যবোঝাই ট্রাক আছে দেড় শতাধিক। তবে ছোট গাড়ি (প্রাইভেটকার) ৫ নম্বর পন্টুন দিয়ে সরাসরি নৌপথ পার হচ্ছে। বর্তমানে ১৭টি ফেরির মধ্যে রো রো ফেরি শাহ আলী ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য রাখা হয়েছে। বিকেলের দিকে যানবাহনের চাপ বাড়তে পারে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।