ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
রাজধানীতে ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর নিউ বেইলি রোডের একটি বহুতল ভবন থেকে লাফিয়ে লাবণ্য পারমানিক (৫৭) নামে  নারীর আত্মহত্যা করেছেন।

রোববার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

রমনা থানার উপপরিদশর্ক (এসআই) মো. ইউনুস মোল্লা জানান, খবর পেয়ে সকালে নিউ বেইলি রোডের ১৪৬ নম্বর বাসার নিচে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম তাপস পারমানিক। বেইলি রোডের ওই বাড়িটির ১২ তলাতে নিজেদের ফ্লাটে স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

এসআই জানান, তিনি ২০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।

মৃত লাবণ্যর বাসার ড্রাইভার রিপন জানান, লবণ্যের বাড়ি নড়াইলে। নিউ বেইলি রোডের বাসাটিতে স্বামী-স্ত্রী থাকতেন। তার স্বামী ব্যবসায়ী। তাদের একমাত্র ছেলে অরিন্দম পারমানিক তার স্ত্রী সন্তান নিয়ে কানাডাতে থাকেন।

তিনি আরও জানান, লাবণ্য পারমাণিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে স্বামী-স্ত্রী দুজনই বাসায় ছিলেন। সকাল ১০টার একটু আগে লাবণ্য ছাদে যান হাটাহাটি করতে। কিছুক্ষণ পরই শুনতে পাই তিনি নিচে পড়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।