মাদারীপুর: মাদারীপুরে জুয়েল বেপারী (২৯) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ এপ্রিল) সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গাছবাড়িয়া এলাকার আব্দুল হাই বেপারীর বাড়ির পেছনের কলাবাগানে জুয়েলের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে জুয়েলকে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা।
নিহত জুয়েলের বাবা আসমত বেপারী জানান, শনিবার রাতে সদর উপজেলার মস্তফাপুর থেকে ভ্যানে যাত্রী নিয়ে পেয়ারপুরের দিকে রওনা হন জুয়েল। পরে রাতে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা রোববার সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধারের খবর পান। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এহসানুর রহমান ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
এসআই