ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

লকডাউনের প্রতিবাদে নিউমার্কেটে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
লকডাউনের প্রতিবাদে নিউমার্কেটে সড়ক অবরোধ

ঢাকা: লকডাউনে মার্কেট বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এ সময় সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভরত ব্যবসায়ীরা।

রোববার (৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দু’পাশের সড়ক বন্ধ করে অবস্থান নেন ব্যবসায়ীরা। পরে পর্যায়ক্রমে আশে-পাশের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এসে যোগ দেন। এর ফলে নিউমার্কেট এলাকার সড়কের দু’পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবি জানিয়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ব্যবসায়ীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।

নিউমার্কেট থানার পরিদর্শক ইয়াসিন আলী জানান, ব্যবসায়ীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।