গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।
রোববার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া ও পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া এবং মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০) ও মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে গোফ্ফার (৪২) এবং সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের সোলেমান আলীর স্ত্রী ময়না বেগম (৪০)
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন বাংলানিউজকে জানান, বিকেলে ঝড়ের সময় তারা নিজ ঘরে অবস্থান করছিলেন। এসময় গাছ উপড়ে ঘরে চালের উপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
এদিকে, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান বাংলানিউজকে জানান, ঝড়ের সময় ময়না বেগম আঙিনায় অবস্থান করছিলেন। এসময় পাশের একটি গাছ ভেঙে তার গায়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএ