ঢাকা: করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে ঢাকার থাই দূতাবাসের কনস্যুলার সেবা সীমিত থাকবে। রোববার (৪ এপ্রিল) ঢাকার থাই দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ঢাকার থাই দূতাবাস কনস্যুলার সেবা সীমিত করেছে। শুধুমাত্র আগামী ১১, ১৮ ও ২৫ এপ্রিল দূতাবাসের কনস্যুলার সেবা সীমিতভাবে চালু থাকবে।
এছাড়া ভিসা ও সার্টিফিকেট অব অ্যান্ট্রির জন্য দূতাবাসের ওয়েবসাইটের কনস্যুলার সেবা বিভাগের ফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
টিআর/আরবি