ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

করোনা: থাই দূতাবাসের সেবা সীমিত থাকবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
করোনা: থাই দূতাবাসের সেবা সীমিত থাকবে

ঢাকা: করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে ঢাকার থাই দূতাবাসের কনস্যুলার সেবা সীমিত থাকবে। রোববার (৪ এপ্রিল) ঢাকার থাই দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ঢাকার থাই দূতাবাস কনস্যুলার সেবা সীমিত করেছে। শুধুমাত্র আগামী ১১, ১৮ ও ২৫ এপ্রিল দূতাবাসের কনস্যুলার সেবা সীমিতভাবে চালু থাকবে।

এছাড়া ভিসা ও সার্টিফিকেট অব অ্যান্ট্রির জন্য দূতাবাসের ওয়েবসাইটের কনস্যুলার সেবা বিভাগের ফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।