গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় টেক্সটাইল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার (৪ এপ্রিল) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে ভবানীপুর এলাকায় সালেক টেক্সটাইল নামে টিনশেডের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএস/আরবি