মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে ঢেউয়ের কারণে কোনোদিকে চলতে না পারায় মাঝ পদ্মায় দুটি ফেরি নোঙর করে আছে।
পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দি বাংলানিউজকে বলেন, নদীতে হঠাৎ করে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতাসের তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএ