ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু হোসেন সিএসপি (৩২) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।  

রোববার (৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

নিহত আবু হোসেন সদর উপজেলার ভেটি এলাকার আসাদ মিয়ার ছেলে। তিনি পৌর শহরের পূর্ব বাজারে চায়ের দোকান করতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় আবু হোসেন হঠাৎ করে ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যান।  

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ব্যাপারে রেলওয়ের জিআরপি পুলিশ ব্যবস্থা নেবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।