ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
ঝালকাঠিতে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২

ঝালকাঠি: ঝালকাঠির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

রোববার (৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল ঝালকাঠি সদর থানার বাতাসাপট্টি রোড সংলগ্ন আরাফাত বোডিং (আবাসিক) নামক হোটেলের চতুর্থ তলার ৪০৪ নম্বর কক্ষে অভিযান চালায়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।

আটকরা হলেন- নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪০) ও চট্টগ্রাম মহানগরের খুলশী থানার নাসিরাবাদের পলিটেকনিক্যাল ছাফা নগর এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. নির আহমদ (৪১)।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটকদের কাছ থেকে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৮১ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।