ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
মঠবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর মো. আল-আমিন আকন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (০৪ এপ্রিল) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আল-আমিন আকন উপজেলার উপজেলার উত্তর ভেচকি গ্রামের সিদ্দিক আকনের ছেলে।  

পুলিশ, স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আল-আমিন আকন বাইশকুড়া বাজারে বাবার দোকানে সহযোগিতা করতেন। গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। একদিন পরে রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে তার মরদেহটি স্থানীয়রা উপজেলার ভেচকি বিলে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান  জানান, উদ্ধার করা মরদেহের গলায় ফাঁসের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।