ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘লকডাউনে পুলিশের গাড়ি ভাঙচুর’ বলে ছড়ানো হচ্ছে গুজব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
‘লকডাউনে পুলিশের গাড়ি ভাঙচুর’ বলে ছড়ানো হচ্ছে গুজব

ঢাকা: রেডিও গুলিস্তান নামে একটি ফেসবুক পেজ থেকে ‘লকডাউনে পুলিশের গাড়ি ভাংচুর’ উল্লেখ করে একটি ভিডিও লাইভ করা হয়। প্রকৃতপক্ষে পুরাতন একটি ভিডিওকে লাইভ প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে।

পুলিশ জানায়, radiogulistan ডট কম নামের একটি ফেসবুক পেইজ থেকে (https://www.facebook.com/Gulistanradio/videos/228784892359000/) দক্ষিণখান থানার একটি গাড়ি ভাঙচুরের ঘটনার লাইভ দেখানো হচ্ছে। এটি আসলে ২০২০ সালের মে মাসের একটি ঘটনার ভিডিও। ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরই মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকৃত ঘটনাটি হচ্ছে, গত ২০২০ সালের ১৩ মে দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। একটু পরেই স্থানীয় রাশি আক্তার নামের এক নারী ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয় এবং অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তার লোকজন এসে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে রাশি আক্তারসহ ৩৫ জনের নামে দক্ষিণখান থানায় একটি মামলা (নম্বর-৫) দায়ের করে। পরে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এ এস এম হাফিজুর রহমান জানান, radiogulistan ডট কম নামের একটি পেইজ থেকে দক্ষিণখান থানার একটি গাড়ি ভাঙচুরের ঘটনার লাইভ দেখানো হচ্ছে। এটি আসলে প্রায় বছর খানেক আগের একটি ভিডিও। ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরই মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ধরনের একটি পুরনো ভিডিও চালিয়ে গুজব সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃস্টির পাঁয়তারা করছে সে ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।