ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক হাসপাতালে দুই বন্দি মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
রাজধানীতে পৃথক হাসপাতালে দুই বন্দি মারা গেছেন

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি এক কয়েদির মৃত্যু হয়েছে। একেএম সিরাজুল হক (৫৬) নামে ওই কয়েদিকে কারারক্ষীরা সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানিগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল বাংলানিউজকে জানান, কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভোরের দিকে মাইনউদ্দিন নামে আরও এক কয়েদি মারা গেছেন। বিস্তারি পরে জানাতে পারবো।

এদিকে মৃত সিরাজুল হকের স্ত্রী সুরাইয়া হোসেন জানান, তারা শ্যামলি দুই নম্বর রোডে নিজেদের বাসায় থাকেন। গত ২৮ মার্চ সন্ধ্যায় মোবাইল কোর্ট গ্রেফতার করে। এরপর ৬ মাসের কারাদণ্ড দেন। এরপর থেকেই কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।

তিনি বলেন, তার ঔষধের দোকান রয়েছে। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, দুই বন্দিকে অসুস্থ জনিত কারণে পৃথক  হাসপাতালে ভর্তি করা হয়েছিলো, পরে তারা চিকিংসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।