ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সিনিয়র সচিব হলেন জাফর উদ্দীন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
সিনিয়র সচিব হলেন জাফর উদ্দীন ড. মো. জাফর উদ্দীন

ঢাকা: সিনিয়র সচিব হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। সিনিয়র সচিব করার পর তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।


 
সোমবার (০৫ এপ্রিল) জাফর উদ্দীনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। এর আগে তিনি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ওই বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন।
 
২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন তৎকালীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন।
 
সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।