ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ২০ যানবাহন, ৩৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
নোয়াখালীতে ২০ যানবাহন, ৩৬ প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজ

নোয়াখালী: করোনার সংক্রমণ রোধে লকডাউন জারি থাকা অবস্থায় সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে নোয়াখালীর বেগমগঞ্জে দু’টি বাসের চালকসহ ২০টি যানবাহন ও ৩৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন চৌমুহনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হোসাইন চৌধুরী।  

অভিযানকালে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনার সংক্রমণ রোধে সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করায় হিমাচল পরিবহনের একটি বাস ও চট্টগ্রাম থেকে নোয়াখালীমুখী একটি বাসকে পাঁচ হাজার করে ১০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, দিনব্যাপী অভিযানে স্বাস্থ্যবিধি এবং লকডাউন না মানায় চৌমুহনী বাজারের ৩৬টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ১৮টি বিভিন্ন ধরনের যানবাহনকে ২৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ইউএনও শামছুন নাহার বাংলানিউজকে বলেন, লকডাউনবিরোধী কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।