ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে হোটেলে খাবার পরিবেশন করায় ৩ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
টাঙ্গাইলে হোটেলে খাবার পরিবেশন করায় ৩ ব্যবসায়ীর জরিমানা

টাঙ্গাইল: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোটেলে খাবার পরিবেশন করায় টাঙ্গাইলের পার্ক বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে আরেক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

এসময় সবাইকে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে আগামী রোববার (১১ এপ্রিল) পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময়ে হোটেল ও রেস্তোরাঁ থেকে খাবার কিনে নেওয়া যাবে, কিন্তু হোসেটে বসে খাওয়া যাবে না। এ নির্দেশনা অমান্য করে শহরের পার্ক বাজারে হোটেলেই গ্রাহকদের খেতে দেওয়ায় তিন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা ও পেঁয়াজের দাম বেশি রাখায় আরেক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।