ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিখোঁজ-নিহতদের তালিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিখোঁজ-নিহতদের তালিকা মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় রোববার (৪ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের তালিকায় নিখোঁজ রয়েছেন এমন ৩১ জনের নাম দিয়েছিলেন স্বজনেরা। ইতোমধ্যে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



সোমবার (৫ এপ্রিল) মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখনো ৪ জন নিখোঁজ আছেন বলে তালিকা অনুযায়ী জানা গেছে। তালিকায় থাকারা হলেন: মুন্সিগঞ্জ সদরের নুড়াইতলী এলাকার মুখলেছের মেয়ে রুনা আক্তার (২৪), মোল্লাকান্দি চৌদ্দামোড়া এলাকার সমর আলী ব্যাপারীর ছেলে সোলেমান (৬০) ও তার স্ত্রী বেবী বেগম (৫৫), মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০) এবং তার দুই ছেলে বিকাশ সাহা (২২) ও অনিক সাহা (১২), উত্তর চর মসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী সখিনা (৪৫), একই এলাকার আরিফের স্ত্রী বিথী (১৮) ও তার মেয়ে আরিফা (১), মুন্সিগঞ্জ সদরের প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫০), মোল্লাকান্দি চর কিশোরগঞ্জের শামসুদ্দিন (৯০) ও তার স্ত্রী রেহেনা বেগম (৬৫), সিরাজদীখান তালতলা এলাকার মুছা শেখের ছেলে জাকির (৪৫), উজিরপুরের খায়রুল হাওলাদারের ছেলে হাফিজুর রহমান (২৪) এবং তার স্ত্রী তাহমিনা (২০) ও ছেলে আব্দুল্লাহ(১), দক্ষিণ কেওয়ার দেবীন্দ্র চন্দ্র দাসের ছেলে নারায়ণ দাস (৬৫) ও তার স্ত্রী পার্বতী রানি দাস (৪৫), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দী স্কুল এলাকার সোলেমানের ছেলে সাইফুল (৪৫), একই এলাকার সোহাগের ছেলে আজমীর (১৫), মুন্সিগঞ্জ সদরের রিকাবিবাজার নূরপুর এলাকার মুশকে আলম মৃধার ছেলে শাহআলম মৃধা (৫৫), টুঙ্গীবাড়ি বেতকা এলাকার মুছা শেখের ছেলে জাকির হোসেন (৪৫), রতন পাতরের স্ত্রী মহারানী (৩৭), ঢাকা শনিরআখড়া এলাকার রশিদ হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী মাকসুদা বেগম (৩০) ও মেয়ে মানসুরা (৭), মুন্সিগঞ্জ সদরের দক্ষিণ ইসলামপুরের নুরুল আমিনের ছেলে তানভীর হোসেন হৃদয়, মালপাড়া এলাকার সিরাজের ছেলে রিজভী (২০), নোয়াগাও পূর্বপাড়া এলাকার মিঠুনের স্ত্রী ছাউদা আক্তার লতা (১৮), মধ্যকোনডগাও এলাকার মতিউর রহমান কাজীর ছেলে ইউসুফ কাজী, ঢাকা মিরপুর-১১ এর বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে সোহাগ হাওলাদার। ৪ জনের মরদেহ হস্তান্তর: রোববার উদ্ধার হওয়া ৫ জনের মধ্যে ৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একটি মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে রয়েছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে। রোববার দিনগত রাত দুইটায় মরদেহ তীরে আনলে স্বজনরা শনাক্ত করলে মরদেহ হস্তান্তর করে উপজেলা প্রশাসন।   যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন মুন্সিগঞ্জ সদরের উত্তর চরমসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী সখিনা বেগম (৪৫), একই এলাকার প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫০), মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০) ও সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার মিথুন মিয়ার স্ত্রী সাউদা আক্তার লতা (১৮)।

নিখোঁজ আরো ৪ জন: লঞ্চডুবির ঘটনায় প্রশাসন ৩১ জনের তালিকা করেছিল। তাদের মধ্যে সোমবার (৫ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৪ জন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারি বাংলানিউজকে জানান, নিখোঁজদের তালিকা মিলিয়ে তল্লাশি করা হচ্ছে ও মরদেহগুলো নিহতদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বাংলানিউজকে জানান, প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে আমাদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আমাদের কার্যক্রম চলছে। সন্ধ্যা ৬টার পর লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওয়ানা দেয়। একটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের উদ্ধারকারীরাই ২৭ জন নারীর মরদেহ উদ্ধার করেছে। সোমবার শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন>>>

***শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ২৭ মরদেহ উদ্ধার, চলছে হস্তান্তর
******শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও ২১ জনের মরদেহ উদ্ধার


বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।