ঢাকা: নারায়ণগঞ্জের শীতালক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
সোমবার (৫ এপ্রিল) এক শোকবার্তায় তিনি রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নৌপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। নিরাপদ নৌপথ নিশ্চিত করতে হবে। আর জন্য দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে কার্যকর তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাপা চেয়ারম্যান।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসএমএকে/ওএইচ/