ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় মিললো নারীর মাথা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
ফতুল্লায় মিললো নারীর মাথা! দেহবিহীন মাথা পাওয়ার খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতপরিচয় এক নারীর দেহবিহীন মাথা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকার ফারিয়া গার্মেন্টসের সামনের একটি ডোবা থেকে মাথাটি উদ্ধার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতপরিচয় নারীর দেহবিহীন মাথা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে দুর্বৃত্তরা নারীকে গলা কেটে হত্যার পর মাথাটি ডোবায় ফেলে গেছেন এবং দেহটি অন্য কোনো স্থানে গুম করেছে। এর রহস্য উদঘাটনে গোয়েন্দা সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। চেষ্টা চলছে ওই নারীর পরিচয় উদঘাটনের।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মাথাটি শহরের সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে এবং এখনো কাউকে জড়িত সন্দেহে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।