ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে ফারুক হোসেন (২৫) নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৫ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারুক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ গ্রামের সুরুজ আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়া বাংলানিউজকে জানান, বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফারুকের মরদেহ পড়েছিল। সকালে টহলরত বিজিবি সদস্যরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

তিনি জানান, মরদেহের শরীরে গুলির কোনো চিহ্ন ছিল না। এর পরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মরদেহ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, বকচর সীমান্তে কোনো গুলি বা কাউকে নির্যাতন করা হয়নি।  

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, ফারুকের মরদেহ ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।