ফেনী: করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় এবং এর প্রতিরোধে সরকারের ঘোষণা অনুযায়ী এক সপ্তাহের লকডাউনে সারাদেশ। তারই ধারাবাহিকতায় ফেনীতে চলছে ঢিলেঢালা লকডাউন।
বন্ধ রয়েছে দুরপাল্লার গণপরিবহন। খোলা রয়েছে সব নিত্যপণ্যের দোকান। পাশাপাশি জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখা আছে অফিস-আদালত। বন্ধ রয়েছে শপিংমল-ব্যবসা প্রতিষ্ঠান।
তবে লকডাউনে পরিবহন কম থাকায় বিপাকে পড়েছে অফিস যাত্রীরা। এছাড়া সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ, লকডাউনে কাজ বন্ধ থাকায় তাদের কেউ কাজে নিচ্ছেন না।
শহরের বড় বাজারে গিয়ে দেখা যায় নিত্য পণ্যের পাশাপাশি কাপড়দের দোকান, ফলের দোকান, হার্ডওয়ারসহ বিভিন্ন ধরনের দোকান খোলা রয়েছে। একই চিত্র দেখা গেছে শহরের পৌর হকার্স মার্কেট ও আশাপাশের এলাকায়ও।
এছাড়াও জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজীতেও লকডাউনে মানুষকে ঘর থেকে বের হতে দেখা গেছে। জন সমাগম দেখা গেছে বাজারগুলোতে।
ফেনী জেলা প্রশাসক মো. ওাহিদুজজামান বাংলানিউজকে বলেন, সরকারি বিধি নিষেধ মানার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নিয়ে মিটিং করা হয়েছে, সবাই যেন সর্বাত্ত্বকভাবে বিধি নিষেধ মেনে চলে সে বিষয়টি জেলা প্রশাসন তদারকি করছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসএইচডি/কেএআর