ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

৪০ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, এপ্রিল ৫, ২০২১
৪০ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন পরিকল্পনামন্ত্রী

ঢাকা: দীর্ঘ ৪০ দিন ব্যক্তিগত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস এয়ারপোর্ট থেকে কাতার এয়ারলাইন্সে করে ইতোমধ্যেই দেশের পথে রওনা হয়েছেন তিনি।

 

সোমবার (৫ এপ্রিল) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী। এর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর অফিসে যোগ দেবেন বলে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংকটের কারণে অনেক প্রকল্পের ব্যয় ব্যতিরেকে সময় বাড়ানোর প্রস্তাব পড়েছে। কিন্তু মন্ত্রীর স্বাক্ষর ছাড়া প্রকল্পের ফাইলগুলো পড়ে আছে। এছাড়া ৫০ কোটি টাকা ব্যয়ের কম প্রকল্পগুলো অনুমোদন পাচ্ছে না মন্ত্রী দেশে না থাকার কারণে। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাজগুলো তিনি সম্পন্ন করবেন বলে জানা গেছে।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুম বিল্লাহ বাংলানিউজকে বলেন, স্যার যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছেন। রাত ২টা ৫৫ মিনিটে দেশে পৌঁছাবেন। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরে অফিস করবেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এমআইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।