ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

লকডাউনে সুনশান বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
লকডাউনে সুনশান বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক ফাঁকা মহাসড়ক। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: দ্বিতীয় ধাপের লকডাউনে নীরবতা বিরাজ করছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটে। বাস চলাচল বন্ধ থাকায় ফাঁকা দেখা গেছে দেশের সবচেয়ে ব্যস্ততম এ মহাসড়ক।

 

সোমবার (০৫ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর, মুলিবাড়ী, সয়দাবাদ, কড্ডার মোড় ও নলকা এলাকায় সুনশান নীরবতা লক্ষ্য করা যায়। এছাড়াও উত্তরবঙ্গের সব থেকে ব্যস্ততম হাটিকুমরুল গোলচত্বর এলাকাতেও লকডাউনের নিস্তব্ধতা লক্ষ্য করা যায়।  

সংশ্লিষ্টরা জানায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলার যানবাহন চলাচল করে। এ কারণে রাতদিন ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে এ মহাসড়কটি। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ হাজার গাড়ি চলাচল করে এই রুটে। হাজার হাজার যান চলাচলের এ সড়কটিতে বেশিরভাগ সময়ই যানজট আবার কখনো ধীরগতি থাকে।  

সয়দাবাদ পুনর্বাসন এলাকার কাপড় ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ মণ্ডল বলেন, সোমবার সকাল থেকেই মহাসড়ক ফাঁকা। সকালে দু একটি বাস চলাচল করেছে। তবে দুপুর থেকে বাস আর দেখা যায়নি। মাঝে মাঝে ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে বলেন, দূরপাল্লার কয়েকটা বাস সকালের দিকে চলাচল করেছে। সেগুলো ছিল দূরের কোনো জেলা থেকে গভীর রাতে রওনা দেওয়া বাস। দুপুরের পর থেকে আর কোনো গণপরিবহন চলেনি।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়া, রাজশাহী ও পাবনা রুটসহ দূরপাল্লা বা লোকাল বাস চলছে না। এরপরও টহল পুলিশ মাঠে রয়েছে। কোথাও সরকারি বিধি নিষেধ অমান্য করে যানবাহন চলাচল করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।