পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে ৯০০ গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কোড়ালিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জন হলেন- বিল্লবাড়ী ৮ নম্বর ওয়ার্ড কাশিপুর গ্রামের বাসিন্দা মো. মিন্টু হাওলাদারের ছেলে ইয়াছিন (২০) ও কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মৃত আকরাম আলীর ছেলে আজিজ হাওলাদার ওরফে বাবু (২৮)।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ওই দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসআরএস