ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

শাল্লায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
শাল্লায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫, আটক ৫

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ ঠেকানোর সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সংঘর্ষ ঠেকাতে ফাঁকা গুলি ছুড়েছে।  

সোমবার (০৫ এপ্রিল) দুপুরে এ সংর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আবারও সংঘর্ষের আশঙ্কায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার আটগাঁও গ্রামের আব্দুল্লা আল নোমান ও সন্তু মিয়ার লোকজনের মধ্যে গ্রামের পাশের খাস জমি নিয়ে বিরোধ চলছিল। আজ খাস জমির ধান কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজকে জানান, খাস জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষ ঠেকাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।