নারায়ণগঞ্জ: সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। লঞ্চডুবির ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় উদ্ধার করা মরদেহ নিহতদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত থেকে একথা বলেন মুন্সিগঞ্জ সদর-গজারিয়া আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে বারবার ছাড় পেয়ে যায় বলে লঞ্চ মালিকরা পুরাতন লঞ্চ এবং অধিক যাত্রী নিয়ে ব্যবসা করছেন। এ ঘটনায় যেই দোষী তাদের শাস্তির আওতায় আনতে হবে। নিহতদের পরিবারের সবার শোক সইবার শক্তি সৃষ্টিকর্তা দান করুক।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, এই যে একটি দুর্ঘটনায় এতগুলো প্রাণহানির ঘটনা ঘটলো, এতে কে দোষী সেটা খুঁজে বের করতে হবে। দোষীদের খুঁজে বের করে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এএ