মিয়ানমারে রোহিঙ্গাদের চেয়ে চীনের উইগুর মুসলমানদের ওপর বেশি নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ।
এই নির্যাতন বন্ধে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছে সংগঠনটি।
পাশাপাশি উইগুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের নেতারা।
গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত উইগুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলোচনা এবং ‘উইঘুরের কান্না’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, চীন সরকার উইগুর মুসলমানদের ওপর দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতন চালাচ্ছে। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশকে অত্যাচারী চীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)র অধ্যাপক ড. বেলাল নুর আজিজী। প্রধান আলোচক ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের চেয়ারম্যান আল্লামা সদরুদ্দীন মাকনুন। এতে বক্তব্য রাখেন মুফতি তানজিল আমীর, ইয়াসিন হাবিব, মাওলানা আ ন ম আহমদ উল্লা, মাওলানা ওসমান কাসেমী প্রমুখ।
উল্লেখ্য উইঘুর মুসলিম অধ্যুষিক অঞ্চলের আগের নাম ‘পূর্ব তুর্কিস্তান’। এটির বর্তমান জিনজিয়াং প্রদেশে। চীন সরকার এ অঞ্চলকে জিনজিয়াং নাম দিয়েছে। ৯০ লাখ মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের প্রায় ১০ লাখ উইগুর নারী-পুরুষকে শিবিরে বন্দি করে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
নিউজ ডেস্ক