ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
পাবনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

পাবনা: নিখোঁজ হওয়ার চার দিন পর পাবনার আটঘরিয়া উপজেলা থেকে শাজাহান আলী (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৫ এপ্রিল) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

শাজাহান পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে এবং হাসপাতাল সড়কের শাপলা প্লাস্টিক চত্বরে নয়ন ফটোস্ট্যাটের মালিক।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী এর উৎস খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনে সেপটিক ট্যাংকে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পাবনা সদর থানায় এক ব্যবসায়ীর নিখোঁজ হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ ছিলো। সোমবার বিকেলে গঙ্গারামপুর এলাকায় একটি সেপটিক ট্যাংক থেকে ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা মরদেহ  শাজাহান আলীর বলে শনাক্ত করেছে। তবে কে বা কারা তাকে হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারলে হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।