বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে সাবিনা আক্তার (৭) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের পুরানো থানা ঘাট এলাকায় পানগুছি নদীতে গোসল করতে নিখোঁজ হয় শিশুটি।
সাবিনাকে উদ্ধারে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মোরেলগঞ্জের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বাংলানিউজকে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য খুলনার একটি ডুবুরি দলসহ আমরা অভিযান শুরু করেছি। তবে এখন পযর্ন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসআরএস