বগুড়া: করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ মামলায় ৭৮ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৫ এপ্রিল) দিনব্যাপী চলা পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধ সরকার দেশব্যাপী লকডাউন ঘোষণা করে সাধারণ জনগণের জন্য একটি নীতিমালা প্রণয়ন করেন। এই নীতিমালা অমান্য করে দোকান খোলা, মাস্ক না পড়া, যানবাহন চালানোসহ বিভিন্ন অপরাধের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আমি এবং সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক দুটি আলাদা মোবাইল কোর্ট পরিচালনা করি। এতে দুই আদালতে ৩৩ মামলায় ৮৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মানাতে এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
কেইউএ/এনটি