ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।  

রোববার (৪ এপ্রিল) মধ্যরাতে সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে তাকে সংযুক্ত করা হয়েছে।

নারায়ণঞ্জ জেলার অতিরিক্ত পুুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে সোনারগাঁ থানার ওসির দায়িত্ব পান রফিকুল ইসলাম।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, ওসি রফিকুল ইসলাম রোববার রাতে দায়িত্ব হস্তান্তর করেছেন। এখন পর্যন্ত নতুন ওসি যোগদান করেননি।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।