ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

লকডাউনের মধ্যে জমজমাট আড্ডা চায়ের দোকানে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
লকডাউনের মধ্যে জমজমাট আড্ডা চায়ের দোকানে  চায়ের দোকানে আড্ডা। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: সারাদেশে মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউন দিয়েছে সরকার আর সেইসঙ্গে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।  

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সব ধরনের দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চায়ের দোকানগুলোতে চলছে চা পান ও আড্ডা।

সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যার পরে সাটুরিয়া উপজেলার কৈট্টাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় চায়ের দোকানের জমজমাট আড্ডার চিত্র।

যেখানে করোনা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ নিয়েছে, সেখানে সরকারের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাদাগাদি করে চায়ের দোকানে চলছে আড্ডা।  

নাম প্রকাশ না করার শর্তে এক চায়ের দোকানি বাংলানিউজকে বলেন, সারাদিন-তো আর মানুষ চায়ের দোকানে আসে না, লোকজন আসে সন্ধ্যার পরে তাই এখন দোকান খোলা রাখছি। চা বিক্রয় না করতে পারলে বাল-বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। গ্রামে কোনো করোনা-টরুনা নাই হুদাই সরকার ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

চা পান করতে আসা আলী হোসেন নামে এক মধ্য বয়সী ব্যক্তি বাংলানিউজকে বলেন, সারাদিন তো কাজ করে কুল পাইনা তাই সন্ধ্যার পর একটু চা পান খেতে বাজারে আসি। করোনা নিয়ন্ত্রণের জন্য সারাদেশে লকডাউন করে দিয়েছে সরকার এমন প্রশ্নে তিনি বলেন, লকডাউন দিয়েছে তাতে আমাগো কি, আমাগো তো আর করোনা হয়নি। এই লকডাউন দিয়ে লাভ কি, সব কিছুই খোলা, আমরা গরিব মানুষ তাই যত আইন আমাগো ওপরে।  

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, জরুরি সেবার দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে কেউ যদি এ আদেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।