মৌলভীবাজার: দেশব্যাপী প্রাণঘাতী করোনা সংক্রমণ আবারও বাড়ায় সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন পালিত হচ্ছে।
সম্প্রতি প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারসহ দেশের সর্বমোট ৩১টি জেলায় দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।
প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিগত লকডাউন থেকে এবার মন্ত্রিপরিষদ থেকে জারি করা ১১ দফা নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে পালন করা হবে লকডাউন।
সোমবার সকাল ৬টা থেকে প্রথম দিনের মতো লকডাউনের কার্যক্রম শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার শহরমুখী প্রতিটি সড়কেই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, টমটম, মাইক্রোবাস, মালবাহী ট্রাক, ছোট ট্রাক, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত যানবাহন আগের মতোই চলাচল করছে। শুধু মাত্র বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউনের প্রথম কার্যদিবস। এদিন শহরের বড় বড় শপিংমলগুলো বন্ধ থাকলেও পশ্চিমবাজার, সাইফুর রহমান সড়ক, কুদরত উল্লাহ সড়ক, পুরাতন হাসপাতাল সড়ক ও শাহ মোস্তফা সড়কে নির্দেশনা অমান্য করে অনেক ব্যবসায়ীকে দোকান খোলা রাখতে দেখা যায়। তবে দুপুরের দিকে লকডাউন মানাতে সক্রিয় হতে দেখা যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ প্রশাসনের কয়েক জায়গায় অভিযানের মাধ্যমে।
দুপুর ১টার দিকে শহরের বেরিরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে। এ সময় সাধারণ জনগণকে লকডাউনের নির্দেশনা মানাতে মাইকে ব্যাপক প্রচারণা চালাতে দেখা যায় পুলিশকে। ওই সড়কে লকডাউন অমান্য করে ট্রাক-অটোরিকশাসহ প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছিল। এসব যানবাহনের সংশ্লিষ্ট চালকের অনেকের মুখেই ছিল না মাস্ক, তবে পুলিশের ভয়ে অনেকে আবার তাৎক্ষণিক মাস্ক পড়তে দেখা যায়।
এদিকে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী লকডাউন কঠোরভাবে কার্যকর রাখতে দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের শ্রীমঙ্গল সড়কে অবস্থান নেয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ও মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে লকডাউন অমান্য করায় বেশ কিছু যানবাহনকে জরিমানা করা হয়। পরবর্তীতে শহরের পশ্চিমবাজারসহ বেশ কয়েকটি সড়কে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, লকডাউন কার্যকর রাখতে এবং করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করছে।
করোনা সংক্রমণের শীর্ষে থাকা মৌলভীবাজারে সর্বশেষ সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় আরও ১৯ জন করোনা আক্রান্তসহ দ্বিতীয় দফায় মোট ১২৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দু’জনের।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
বিবিবি/আরবি