ঢাকা: বন্দর এলাকা দূষণ করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২১’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, আইনে পরিচালনা প্রশাসক বোর্ডে একজন চেয়ারম্যানসহ সাত জনের বোর্ড থাকবে।
তিনি জানান, খসড়া আইনে বন্দর উন্নয়ন সম্প্রসারণে একটি তহবিল রাখা হয়েছে। কীভাবে ভাড়া, টোল নির্ধারণ করতে তার জন্য তফসিল তৈরি করে সরকারের কাছে অনুমোদন নিতে হবে। তবে পাঁচ হাজার টাকার কম হলে অনুমোদন নিতে হবে না।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে শাস্তি হতে পারে। কর্তৃপক্ষের আইন লঙ্ঘন করলে বিভিন্ন অপরাধে সর্বোচ্চ এক মাস থেকে এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা থেকে ৫ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
তিনি বলেন, কেউ যদি দূষণ সৃষ্টি করে সেক্ষেত্রে পাঁচ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বন্দরে কোনো জাহাজ থেকে স্বাস্থ্যহানি ঘটে এমন কোনো বিষয় বা দ্রব্য মজুদ করলে বা বন্দর দূষণ করলে এ শাস্তি হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এমআইএইচ/এএ