ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ১৫৪ জনকে এক লাখ ৬৯ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
সিলেটে ১৫৪ জনকে এক লাখ ৬৯ হাজার টাকা জরিমানা

সিলেট: লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ১৫৪ জনকে এক লাখ ৬৯ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৫৪ জনের কাছ থেকে এ জরিমানা আদায় করে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরা, নির্দেশনা অমান্য করে গণপরিবহন চালনা, রেস্টুরেন্টে বসে খাবার গ্রহণ ও বিক্রি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়ে দোকানপাট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও এ নির্দেশনা না মানার অভিযোগে মামলা ও জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের জে এম শাখার সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট মহানগর এলাকায় চারটি ও উপজেলা পর্যায়ে আরও ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা সদরগুলোতে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৫ জনকে মামলার বিপরীতে এক লাখ ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মহানগর এলাকায় পরিচালিত চারটি ভ্রাম্যমাণ আদালত ৫০ জনকে মামলার বিপরীতে ৭৮ হাজার ৮০০ টাকা জরিমানা করে।   

এদিকে সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি লঙনের দায়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ। অভিযানে ১৯ জনকে মামলার বিপরীতে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।