ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সড়কের পাশে ফেলে রাখা গাছের চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
সড়কের পাশে ফেলে রাখা গাছের চাপায় শিশুর মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়কের পাশে ফেলে রাখা গাছের চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবির হোসেন (৬) নলছিটি উপজেলার নান্দিকাঠি এলাকার ইমরান হোসেনের ছেলে।

শিশুটির বাবা ইমরান বাংলানিউজকে জানান, আবির তাঁর মায়ের সঙ্গে নানাবাড়ি তেঁতুলবাড়িয়া গ্রামে বেড়াতে যায়। বাড়ির কাছে সড়কের পাশে ফেলে রাখা সুপারি গাছের স্তূপের কাছে খেলছিল আবির। দুর্ঘটনাবসত একপর্যায়ে সে গাছের নিচে চাপা পড়ে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকেলে জানাজা শেষে তাঁর ছেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।