বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় কীটনাশক পান করে রুহুল আমীন খান (৪২) নামে এক বনরক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
রুহুল ওই গ্রামের আ. জব্বার খানের ছেলে। তিনি পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লী টহল ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নিহতের ছোট বোন রোকেয়া বেগমের বাংলানিউজকে জানান, কর্মস্থল থেকে ছুটি নিয়ে রোববার (৪ এপ্রিল) বাড়িতে আসেন রুহুল আমীন। পরে স্থানীয় কারো সঙ্গে নিজ স্ত্রীর পরকীয়ার কথা শুনে অস্থির হয়ে পড়েন। এর পরই ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শরণখেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, হাসপাতাল থেকে চিকিৎসকরা অস্বাভাবিক মৃত্যুর একটি অভিযোগ থানায় পাঠান। মৃত্যুর সঠিক কারণ জানতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, রুহুল আমীন দুবলা জেলে পল্লী টহল ফাঁড়িতে কর্মরত ছিলেন। রোববার ছুটি নিয়ে বাড়িতে যান রুহুল আমীন খান। নিহতের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসআরএস