ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন অনুমোদন মন্ত্রিসভা বৈঠকে ফাইল ফটো

ঢাকা: ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশন অ্যাক্ট ১৯৫৭ সর্বশেষ ২০০৮ সালে বাংলায় অনুবাদ করা হয়। আইনকে আরও যুগোপযোগী করতে এ খসড়া প্রস্তুত করা হয়। আগে শুধুমাত্র ক্ষুদ্র কুটির শিল্প ছিল এখন অতি ক্ষুদ্র মাঝারি ও কারুশিল্পকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আগে অনুমোদিত মূলধন ছিল এক কোটি টাকা, খসড়া আইনে যা তিন হাজার কোটি টাকা করা হয়েছে। এ আইনে বিসিক সেবাধর্মী কাজও করতে পারবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিসিকের জমি দখল বা অবৈধ প্লট হস্তান্তর করলে ৬ মাস থেকে ২ বছর কারাদণ্ড বা ১০ হাজার থেকে ১ লাখ টাকা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রস্তাবিত আইনে শিল্প উদ্যোক্তাদের ওয়ান স্পট সার্ভিস দেওয়ার বিধান রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।