ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সন্ধ্যার পর যেমন লকডাউনের রাজধানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
সন্ধ্যার পর যেমন লকডাউনের রাজধানী

ঢাকা: হঠাৎ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারঘোষিত এক সপ্তাহের লকডাউন চলছে। সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী লকডাউন চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার জন্য বলা হয়েছে।

নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে ঘোরাঘুরি করতে পারবে না।

সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে থেকে কঠোরভাবে এই নির্দেশনা কার্যকর করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

এই লক্ষ্যে সন্ধ্যা নামার আগে থেকেই কর্মজীবী মানুষরা ঘরে ফিরছেন। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে কাজ করছে র‌্যাব-পুলিশ বাহিনীর সদস্যরা। সড়কে যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই লক্ষ্যে রাজধানীজুড়েই করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সরকারের জারি করা প্রজ্ঞাপনে ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, বাড্ডা, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা জসীম উদ্দীন, রাজলক্ষ্মী, আজমপুর, হাউজবিল্ডিং, আব্দুল্লাহপুর সরেজমিনে ঘুরে দেখা যায়, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন ও জনমানুরের ভিড় কমতে শুরু করেছে। কারওয়ার বাজার থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অনেকটা সুনসান।

এদিকে উত্তরা ও বিমানবন্দর এলাকায় যানবাহনের চাপ কমে যেতে দেখা যায়। উত্তরার হাউজবিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মীর  বিভিন্ন মার্কেট সন্ধ্যা ৬টার সময় বন্ধ হতে দেখা গেছে।

এদিকে, সপ্তাহব্যাপী লকডাউনে জনসাধারণ যাতে অহেতুক বাইরে ঘোরাফেরা না করেন অথবা এক স্থান থেকে অন্য স্থানে অহেতুক যাতায়াত না করেন সেজন্য রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।