কুড়িগ্রাম: ভয়াবহ করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত সাত দিনের লকডাউনের প্রথম দিন কুড়িগ্রামে ঢিলেঢালাভাবে চলছে। জেলা প্রশাসন বলছে প্রথম দিন লোকজনকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এরপর যাওয়া হবে কঠোর অবস্থানে।
সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখলেই বন্ধ করে দেওয়া হচ্ছে দোকানের সাটার। আবার মোবাইল টিমের বহর চলে গেলেই সাটার খুলছেন ব্যবসায়ীরা।
লকডাউনকে সফল করতে সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তোড়জোড় লক্ষ্য করা গেলেও দুপুরের পর কিছুটা শিথিল অবস্থা লক্ষ্য করা যায়।
কুড়িগ্রাম জেলা প্রশাসন অভিযান পরিচালনাকালে মাস্ক না পরার অপরাধে জেলা শহরে ১১ জন ব্যক্তির নামে ১১টি মামলা এবং এক হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম। এসময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলার সেনেটারি অফিসার মো. রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।
কুড়িগ্রাম পুলিশ বিভাগ শহরের বড় বড় হাট-বাজারগুলোতে হ্যান্ড মাইকের মাধ্যমে সতর্কতামূলক প্রচারণা চালায়। দুপুরে সরকারি নিয়ম উপেক্ষা করে যাত্রী নিয়ে দুরপাল্লার বাস চলাচলের অপরাধে শহরের কাঁঠালবাড়ী এলাকা থেকে একটি যাত্রীসহ বাস জব্দ করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে জানান, সরকার ঘোষিত লকডাউন মানতে প্রথমদিন লোকজনকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে কঠোর অবস্থানে যাওয়া হবে এবং অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এফইএস/কেএআর