ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বিদ্যালয়ে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, ডিসেম্বর ১১, ২০২১
শ্রীপুরে বিদ্যালয়ে আগুন 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লেগে ৬টি কক্ষ পুড়ে গেছে।  

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ওই বিদ্যালয়ে আগুনের সূত্রপাত হয়।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান,  দুপুরে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আধাপাকা টিনসেড ভবনে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে বিদ্যালয়ের ৬টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।  

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, আগুন লেগে ওই বিদ্যালয়ের ৬টি কক্ষ পুড়ে গেছে। তবে কক্ষগুলোতে ক্লাস হতো না। ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হওয়ায় ওই কক্ষগুলোতে স্কুলের পুরনো আসবাবপত্র ও কাগজপত্র রাখা হতো। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১ 
আরএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।