ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ধরা পড়লো সাড়ে ৩ মণের সোর্ডফিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, ডিসেম্বর ১১, ২০২১
বঙ্গোপসাগরে ধরা পড়লো সাড়ে ৩ মণের সোর্ডফিশ বঙ্গপসাগরে ধরা পড়া ১৫০ কেজির সোর্ডফিশ

বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন বঙ্গপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি সোর্ডফিশ। আঞ্চলিকভাবে মাছটিকে কাইক্কা বলা হয়।

এ প্রজাতির মাছের বাসবাস গভীর সমুদ্রে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে উন্মুক্ত ডাকে (নিলাম) ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। এ সময় মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।  

জাহিদ শেখ নামে এক মাছ ব্যবসায়ী কাইক্কা ক্রয় করেন। বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সোর্ডফিশ। প্রায়ই এ প্রজাতির মাছ ধরা পড়লেও, এত বড় মাছ খুব বেশি একটা মেলে না বলে দাবি জেলেদের।

জেলেরা জানান, গত ০৯ ডিসেম্বর তাদের জালে ধরা পড়ে কাইক্কা মাছটি। এ প্রজাতির মাছ প্রায়ই জালে ধরা পড়লেও, এবারই প্রথম এত বড় ধরা পড়লো।

মাছের ক্রেতা জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। শনিবার সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনে নেই। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে ২০০ টাকা কেজি দরে জেলা সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ হিসাবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।