ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ছেলের জন্য ভোট চাইতে গিয়ে প্রাণ গেল মায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, ডিসেম্বর ১১, ২০২১
ছেলের জন্য ভোট চাইতে গিয়ে প্রাণ গেল মায়ের

লক্ষ্মীপুর: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের জন্য ভোট চাইতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ফুলবানু (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন।
 
ফুলবানুর ছেলে মোস্তাফিজুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছেন।

মোরগ প্রতীকে নির্বাচন করছেন মোস্তাফিজ। তিনি ওই ওয়ার্ডের বর্তমান সদস্য।  

শনিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, সন্ধ্যায় ভবানীগঞ্জ ইউনিয়নের আছিয়া মার্কেট এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে দুর্ঘটনায় তার মা মারা যান।  

নিহত ফুলবানু ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত সফিউল্যার স্ত্রী।  

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ছেলের জন্য ফুলবানু ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যান। একপর্যায়ে সন্ধ্যায় তিনি রামগতি-লক্ষ্মীপুর সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর রাত সাড়ে ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ দুর্ঘটনার খবর আমার জানা নেই, খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।