ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

কোনাবাড়ীতে ঝুটগুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, ডিসেম্বর ১২, ২০২১
কোনাবাড়ীতে ঝুটগুদামে আগুন

গাজীপুর: গাজীপুরে কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, কোনাবাড়ীর আধাপাকা টিনশেডের ঝুটগুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনে টিনশেডের আধাপাকা কয়েকটি গুদাম পুড়ে গেছে। এসব গুদামে গার্মেন্টসের ঝুট মালামাল রয়েছে। শাহ আলমের মালিকানাধীন গুদাম ভাড়া নিয়ে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফ ঝুট ব্যবসা করে আসছিল।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আরএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।