ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রেনে কাটা পড়ে গৃহকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
ফেনীতে ট্রেনে কাটা পড়ে গৃহকর্মীর মৃত্যু

ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে যোগিনী সরকার (৪৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সহদেবপুর রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে ঐ গৃহকর্মীর মৃত্যু হয়।

যোগিনী হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার বাসিন্দা।

ফেনী পৌরসভার উত্তর সহদেপুরে ভাড়া বাসায় থেকে সে গৃহকর্মীর কাজ করতো।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।