ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধে শহীদ ৪ ভাইয়ের শাহাদাতবার্ষিকী পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
মুক্তিযুদ্ধে শহীদ ৪ ভাইয়ের শাহাদাতবার্ষিকী পালন শহীদ চার ভাই ও তাদের ভগ্নিপতি

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আপন চার ভাই মোকারম হোসেন মুকুল, মনসুর হোসেন মনজু, মোশতাক হোসেন অঞ্জু, মোশারফ হোসেন রঞ্জু ও তাদের ভগ্নিপতি ইউসুফ আলী শাহাদাত বরণ করেন।  

রোববার (১২ ডিসেম্বর) তাদের ৫০তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।

এদিন শহীদদের বড় ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) এম মোজাম্মেল হোসেনের প্রতিষ্ঠিত সাভারের ইপিজেড লিংক রোডে অবস্থিত ইতুল মোজাম্মেল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে দেশের জন্য শাহাদাত বরণ করেন চার ভাই ও তাদের ভগ্নিপতি। ১৯৭১ এর ৯ ডিসেম্বর মোশতাক হোসেন অঞ্জু, মোশারফ হোসেন রঞ্জু, রূপগঞ্জে এক সম্মুখ সমরে শহীদ হন। অন্যরা রণাঙ্গন থেকে গোপনে বৃদ্ধ পিতা-মাতার সঙ্গে দেখা করতে ঢাকায় ফিরলে ১২ ডিসেম্বর মগবাজার থেকে পাক হানাদার বাহিনীরা ধরে নিয়ে গিয়ে নিমর্মভাবে হত্যা করে।  

শহীদদের আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তাদের পরিবার।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।