ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বালুবাহী ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, ডিসেম্বর ১৩, ২০২১
বালুবাহী ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলা রায়দৌলতপুর দক্ষিণপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল হোসেন উপজেলার রায়দৌলতপুর দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম খন্দকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রায়দৌলতপুর হেঁটে মসজিদে যাচ্ছিলেন আবুল হোসেন। এ সময় বালুবাহী একটি ট্রাক তাকে টাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে রিফাত-রিমি এন্টারপ্রাইজ নামে ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে রাখা রয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।