ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২ বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, ডিসেম্বর ১৬, ২০২১
গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২ বাইকার নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

বুধবার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জায়েদের ছেলে সিয়াম (২২) ও একই উপজেলার দাসপাড়া গ্রামের মহি উদ্দিনের ছেলে ফাহিম (২২)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে তিন যুবক মোটরসাইকেলে করে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় কলিমনগর রেলক্রসিং এলাকায় রাস্তার বাকে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই আহত হন। এ অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম ও ফাহিম মারা যান।  

আহত যুবকের নাম রায়হান। তিনি একই উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।